• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

কামারখন্দ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২৫৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলন কারীদের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলায় সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শম্পা রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর রাতে উপজেলার জামতৈল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, পূর্বের মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা যায়, গত  ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীদের উপর হামলা হওয়ায় শামীম হোসেন (৪৯) নামের এক ব্যক্তি ৩৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত ২০০-৩০০ জনকে আসামীকে করে গত ২৬ আগস্ট কামারখন্দ থানায় বিস্ফোরক আইনের মামলা করেন।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...