• সোমবার, ২৫ অগাস্ট ২০২৫, ০২:৪৪ অপরাহ্ন

জেলা তথ্য অফিসের উদ্যোগ: তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে যা বললেন যশোরবাসী

এম আই শোভন / ২৫০ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪


তারুণ্যের শক্তিতে জেগে উঠেছে বাংলাদেশ।  অপার এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে আমাদের প্রিয় মাতৃভূমি লাল সবুজের বাংলাদেশ এগিয়ে নিতে যশোরে অনুষ্ঠিত হলো ‘তারুণ্য নির্ভর বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা ও মতবিনিময় সভা। যশোর জেলা তথ্য অফিসের উদ্যোগে সোমবার সকালে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস এম শাহীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন যশোর জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য অফিসার মো: রেজাউল করিম।

প্রধান অতিথির বক্তৃতায় যশোর জেলা প্রশাসক মোঃআজহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে যেখানে দৌড়ানো উচিৎ, সেখানে হেঁটে লাভ নাই। আগের সরকারের আমলে ২৮ লাখ কোটি টাকা পাচার হয়েছে, বাক স্বাধীনতা ছিলোনা,মিথ্যা উন্নয়ন প্রপাগাণ্ডা চালানো হয়েছে। গণ-অভ্যুত্থানে শুধু ১ ব্যক্তিকে বিতাড়ন সম্ভব হয়েছে,টোটাল সিস্টেমকে বিতাড়ন সম্ভব হয়নি।তরুণদেরকে খণ্ডকালীন চাকুরি দেয়া যেতে পারে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।দাবী দাওয়া নিয়ে আসলে যাচাই বাছাই না করে ব্যবস্থা নেয়া উচিৎ না।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যশোর জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, জেলা শিক্ষা অফিসার মাহফুজুল হোসেন,যশোর প্রেসক্লাবের সভাপতি জাহিদ হাসান টুকুন,যশোর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহবায়ক রাশেদ খান, সদস্য সচিব জেসিনা মুর্শীদ প্রাপ্তি,মূখ্য সংগঠক আবদুল্লাহ আল মামুন লিখন, সিভিল সার্জন অফিসের প্রতিনিধি।

অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন লোকসমাজের ভারপ্রাপ্ত সম্পাদক আনোয়ারুল কবীর নান্টু ,কালের কন্ঠের বিশেষ প্রতিনিধি আহসান কবীর বাবু, সাংবাদিক ইউনিয়ন যশোরের সভাপতি আকরামুজ্জামান, ,,ছাত্র জাহিদ হাসান,প্রতিনিধি সুজন,সোহান,রাতুল,আকাশ সহ আরো অনেকে।

অনুষ্ঠানে সহকারী তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান, সহকারী তথ্য অফিসার রমজান আলী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের শিক্ষার্থী ,বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, গণমাধ্যম কর্মীসহ শতাধিক বিশিষ্ট জন অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...