• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

১৭ বছর পর কামারখন্দে পৌষ উৎসব উদযাপন

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২০০ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১৪ জানুয়ারী, ২০২৫

দীর্ঘ ১৭ বছর পর উপজেলার কোনাবাড়ী যুব সমাজের ব্যানারে পৌষ উৎসব উদযাপন করেছে উপজেলা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।  মঙ্গলবার দুপুর আড়াইটায় কোনাবাড়ী শহীদুল বুলবুল ডিগ্রি কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। উৎসবে প্রায় শতাধিক নেতাকর্মী ও গ্রামের সাধারণ মানুষ অংশ নেন। উৎসবের অংশ হিসেবে মাঠের একপাশে রান্না করা হয় ভাত, ডাল, ডিম ও সবজি।

বিএনপির নেতাকর্মীরা জানান, পৌষ মাস বাংলার ঐতিহ্যবাহী উৎসবের সময়। নতুন ধানের ঘ্রাণে গ্রামবাংলা মেতে ওঠে। আগে বাংলার ঘরে ঘরে এই সময় উৎসবের আয়োজন করা হতো। তবে আওয়ামী লীগের শাসনামলে এই উৎসবের আমেজ হারিয়ে গিয়েছিল। পট পরিবর্তনের পর এবার সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে বিএনপি নতুন উদ্যমে পৌষ উৎসব উদযাপন করেছে। নেতারা আরও বলেন, গ্রামীণ ঐতিহ্যকে ফিরিয়ে আনতেই এই আয়োজন। বাংলার প্রকৃতিকে রঙিন করে তোলার এই উৎসব আমরা আরও বড় পরিসরে করতে চাই।উৎসবকে ঘিরে স্থানীয়দের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। তারা এই ধরনের আয়োজনকে নিয়মিত করার আহ্বান জানান।

উৎসবে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কায়েস, বিশেষ অতিথি ছিলেন,উপজেলা বিএনপির সভাপতি  বদিউজ্জামান ফেরদৌস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রেজাতে রাব্বী উথান  প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...