“মেধাবী শিক্ষার্থীদের পাশে আমরা” এই স্লোগানে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেছে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। বৃহস্পতিবার সকালে যশোর শহরের খড়কি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীর হাতে স্কুল ব্যাগ ও শিক্ষার সামগ্রী তুলে দেন ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সদস্যরা। শিক্ষা সামগ্রী পেয়ে আনন্দ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা।
উদ্যোগের বিষয়ে ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, তারা দীর্ঘদিন ধরে সামাজিক কর্মকান্ড পরিচালনা করে আসছে। এই ধরনের কাজ শুধু শিক্ষার্থীদের উৎসাহিত করে না, শিক্ষার গুরুত্বকেও তুলে ধরে। শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবন আরও সুন্দর ও উজ্জ্বল করে। ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর এরকম কর্মসূচি অব্যাহত রাখবে।
এ সময় তিনি এমন উদ্যোগে সহযোগিতার জন্য এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং আরএসএম (সাউথ জোন) তানভীর সজীব ও টেরিটরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন এবং এসআর অরিয়ন মটরস এর ডিলার আবিদ রিফাতসহ সংশ্লিষ্ট সবাইকে কৃতজ্ঞতা জ্ঞাপণ করেন।