এসো দেশ বদলাই, পৃথিবী বদলায় প্রতিপাদ্যে যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজ কর্তৃক কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে কলেজ কর্তৃপক্ষ এই অনুষ্ঠানের আয়োজন করে। সকাল দশটায় প্রধান অতিথি হিসেবে বেলুন ফেস্টুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দোকার এহসানুল কবির। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আখতার হোসেন ।
পিঠা উৎসবের আহবায়ক মহসীন হোসেন সভায় সভাপতিত্ব করেন। ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক বিধান ভদ্রের সঞ্চালনায় অনুষ্ঠানে ছাত্র প্রতিনিধিদের পক্ষে বক্তৃতা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, এম এম কলেজ শাখার নেতা আশিকুর রহমান ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যশোরের মুখপাত্র ফাহিম আল-ফাত্তাহ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এম এম কলেজ শাখার ভারপ্রাপ্ত সদস্য সচিব কামরুল ইসলাম।
সরকারি মাইকেল মধুসূদন কলেজের ১৯ টি ডিপার্টমেন্ট এই উৎসবে নিজ নিজ ডিপার্টমেন্টের ব্যানারে পিঠা উৎসবের অংশগ্রহণ করে । পিঠা উৎসব উপলক্ষে সারাদিন কলেজ ক্যাম্পাসে সকল বিভাগের শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশে তৈরি হয়।