বিদেশ ফেরত কর্মীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ক্ষুদ্রঋণ সহায়তা প্রকল্পের অবহিতকরণ বিষয়ক সেমিনার হয়েছে যশোরে। বুধবার দুপুরে যশোর কালেক্টরেট সভা কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও প্রকল্প পরিচালক ড. এটিএম মাহবুব উল করিম। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা প্রশাসক আজহারুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জিলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আছাদুজ্জামান, যশোরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুনসহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
যশোর ওয়েল ফেয়ার সেন্টারের সহকারী পরিচালক ফসিউল আলমের সঞ্চচলানায় সভায় জেলা কর্মসংষ্থান ও জনশক্তি অফিস যশোরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিকসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন। অনুষ্ঠানে বিদেশ ফেরত অভিবাসীদের আত্মকর্মসংস্থানের জন্য সহজ শর্তে ঋণদান কার্যক্রম চালানোর পরামর্শ দেওয়া হয়।