“রক্ত মাংসে গড়া দেহে থাকিতে মোদের প্রাণ, একবার নয় ,বার বার মোরা করিব রক্তদান” এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসেবী সংগঠন যশোর ব্লাড ব্যাংক ২০১৬ সাল থেকে মানবসেবায় কাজ করে যাচ্ছে। সংগঠনের ৯ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে যশোর রেল স্টেশনে অবস্থিত ভ্রাম্যমাণ পাঠশালা শুদ্ধাঙ্গন স্কুলের কোমলমতি শিশুদের নিয়ে দিনব্যাপী নানা আয়োজনে দিনটি উদযাপন করেন সংগঠনের সদস্যরা। শিশুদের অংশগ্রহণে আয়োজনটি আরো আনন্দময় এবং মুখরিত হয়ে ওঠে। শুক্রবার যশোর ব্লাড ব্যাংকের উপদেষ্টা মণ্ডলী , সম্মানিত সদস্য, শুভাকাঙ্ক্ষী এবং শুদ্ধাঙ্গন স্কুলের শিশুদের নিয়ে মধ্যাহ্নভোজ এবং কেক কেটে দিনটি উদযাপন করা হয় ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর ব্লাড ব্যাংকের উপদেষ্টা মুক্তার আলী, রমজানুল ইসলাম পিন্টু, রুবেল হাওলাদার ,সোহাগ হোসেন,এম এ হাসান । আরো উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোহাম্মদ শাওন কবির, সাধারণ সম্পাদক সুলতান বিশ্বাস, সকল সদস্য , শুভাকাঙ্ক্ষী এবং আমন্ত্রিত অতিথি বৃন্দ।