রাজশাহীতে ইমামদের নিয়েপাঁচ দিনব্যাপী রিফ্রেশার্স কোর্স শেষ হয়েছে। এ উপলক্ষে রাজশাহী ইমাম প্রশিক্ষণ একাডেমির আয়োজনে সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৃহস্পতিবার বেলা ১১ টায় ইমাম প্রশিক্ষণ একাডেমি অডিটোরিয়ামে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও যুগ্মসচিব তরফদার মোঃ আক্তার জামীল।
ইমাম প্রশিক্ষণ একাডেমির উপপরিচালক ডা. মো: আসেম আলীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন একাডেমির ধর্মীয় শিক্ষক মোহাম্মদ আবদুল্লাহ। প্রশিক্ষণে রাজশাহী বিভাগের একশ’ জন ইমাম অংশগ্রহণ করেন।