রাজশাহীর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের কড়ই চত্বর। বকুল, গোলাপ, বউ , পুলি ও চন্দ্র পুলিসহ নানা নামের ও রংয়ের সুস্বাদু পিঠার পসরা সাজিয়ে বসে আছে শিক্ষার্থীরা। তাদের বানানো পিঠার মৌ মৌ গণ্ধে সুরভিত স্কুল চত্বর। নানা শ্রেণি পেশা ও বয়সের মানুষের পদচারণায় মুখরিত বিদ্যাপীঠের আঙিনা। শুধু দেখতেই নয় বাহারী পিঠার স্বাদ আস্বাদনে অনেকেই খুঁজে ফিরেছেন হারাতে বসা বাঙালীর গৌরবময় ঐতিহ্যকে। শৈশবে মায়ের হাতের তৈরী সেই পিঠার কথা যেন আবারো মনে করিয়ে দিল রাজশাহীর বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের বানানো এই সব বাহারী পিঠাপুলি।
উৎসবমুখর পরিবেশে রাজশাহীর ঐতিহ্যবাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে শুরু হয়েছে দুইদিনব্যাপী পিঠা উৎসব । বুধবার বেলা ১১ টায় বিদ্যালয় প্রাঙ্গণে রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ এনডিসি প্রধান অতিথি হিসেবে পিঠা উৎসবের উদ্বোধন করেন। এসময় স্কুলের সভাপতি রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোঃ আক্তার জামীল, স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আনিছুর রহমান, সিনিয়র শিক্ষক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ফরহাদ আহামেদসহ স্কুলের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
শিক্ষার্থীদের তৈরিকৃত এসব পিঠার স্টলগুলিতে সারাদিন ছিল দর্শনার্থীদের উপচে পড়া ভিড়।