• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

তারুণ্যের উৎসব উপলক্ষে রাজশাহীতে অনূর্ধ্ব-১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু

জয়দ্যুতি সংবাদ / ২০১ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ৫ ফেব্রুয়ারী, ২০২৫

‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই এই প্রতিপাদ্যে  নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রাজশাহীতে শুরু হয়েছে তারুণ্যের উৎসব। কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় পর্যায়ে তিন দিনব্যাপী অনূর্ধ্ব-১৭ (বালক-বালিকা) জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে নয়টায় রাজশাহী সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠ প্রাঙ্গনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

 রাজশাহী বিভাগীয় প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায়  প্রধান অতিথি হিসেবে  বেলুন-ফেস্টুন উড়িয়ে টুর্নামেন্টের উদ্বোধন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে এই টুর্নামেন্টে মহানগরীসহ বিভাগের বিভিন্ন জেলার মোট ৯টি দল অংশগ্রহণ করবে। এর মধ্যে উদ্বোধনী খেলাটি রাজশাহী মহানগরীর দল ও নাটোর জেলা দলের মধ্যে অনুষ্ঠিত হয়েছে।

এসময় জেলা ক্রীড়া অফিসার গৌতম কুমার সরকারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহা. যোবায়ের হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর রাজশাহীর উপপরিচালক এটিএম গোলাম মাহবুব, জেলা তথ্য অফিস রাজশাহীর পরিচালক তাজকিয়া আকবরী ও উপ-পরিচালক নাফেয়ালা নাসরিন, সরকারি শারীরিক শিক্ষা কলেজের অধ্যক্ষ লুবনা ইয়াসমিন, প্রভাষক পল্লবী দে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...