নিরাপদ অভিবাসনে প্রবাসে বাংলাদেশিদের কল্যাণ ও অধিকার নিশ্চিত করতে যশোরে ‘দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সাথে জনসংযোগ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগিতায় যশোর জেলা প্রশাসন এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এই সেমিনারের আয়োজন করে। বৃহস্পতিবার বেলা এগারটায় কালেক্টরেট সভাকক্ষ অমিত্রাক্ষরে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক মোঃ আজাহারুল ইসলাম।
সেমিনারে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কমলেশ মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন যশোর জেলা কর্মসংস্থান ও জনশক্তি অধিদপ্তরের সহকারী পরিচালক শাহরিয়ার হাসান।
অনুষ্ঠানে বক্তৃতা করেন অতিরক্তি জেলা প্রশসাক ( শিক্ষা ও আইসিটি) খান মাসুম বিল্লাহ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, রাইটস যশোরের নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক, ওয়েল ফেয়ার সেন্টার যশোরের পরিচালক ফসিয়ার রহমান, প্রবাসী কল্যাণ ব্যাংক যশোরের ব্যবস্থাপক শেখ মাসুদুজ্জামান, বেসরকারি উন্নয়ন সংস্থা সলিডারিটি ইন্টারন্যাশনাল যশোরের সমন্বয়কারী শামসুন্নাহার পান্না, রূপান্তরের জেলা কর্মকর্তা উজ্জ্বল পাল, খুলনা মুক্তি সেবা যশোরের সমন্বয়কারী জাকিয়া সুলতানা প্রমুখ।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নাজিবুল আলম, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাহাত খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিদ হাসান, জেলা সিনিয়র তথ্য অফিসার রেজাউল করিম, দৈনিক কল্যাণ সম্পাদক একরাম উদ দৌলাসহ সরকারি ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং বিভিন্ন স্টেকহোল্ডারগণ উপস্থিত ছিলেন।