সারাদেশে কৃষি এবং কৃষকের উন্নয়নে আগামীর বাংলাদেশ বিনির্মানে মাগুরার মোহাম্মদপুরে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বালিদিয়া ইউনিয়নে এ কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়। মোহাম্মদপুর উপজেলার বালিদিয়া ইউনিয়ন কৃষক সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির সহ ত্রাণ বিষয়ক সম্পাদক নেওয়াজ হালিমা আর্লি, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকদলের যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিয়ার টিএস আইয়ুব।
অনুষ্ঠানে বক্তারা বলেন আগামীর বাংলাদেশ হবে তারুণ্য নির্ভর। যেখানে সবাই সমান অধিকার ভোগ করবে। কোন স্বৈরাচারী মনোভাব থাকবেনা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক আমরা। কোন ষড়যন্ত্র আমাদের দমাতে পারবেনা। এদেশকে স্বনির্ভর করতে কৃষকের উন্নয়নের বিকল্প নেই। এজন্যই আমাদের ঐক্যবদ্ধ থেকে মানুষের ভোটের মাধ্যমে রাস্ট্র ক্ষমতায় যেতে হবে।
বালিদিয়া ইউনিয়ন কৃষকদের সভাপতি মোহাম্মদ কবীর হুসাইনের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন মাগুরা কৃষকদলের আহ্বায়ক রুবায়েত খান ও কেন্দ্রীয় কৃষকদলের সহ জলবায়ু বিষয়ক সম্পাদক খাইরুল্লা শিপন।