• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

চাঁপাইনবাবগঞ্জে প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত

অলিউল ইসলাম ডালিম / ১৪৩ বার দেখা হয়েছে
সর্বশেষ : বুধবার, ১২ ফেব্রুয়ারী, ২০২৫

তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে ‘এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই’ শ্লোগান নিয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলায় প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও অগ্রণী ব্যাংক পিএলসি (লিড ব্যাংক) এর আয়োজনে  বুধবার সকাল সাড়ে দশটায় চাঁপাইনবাবগঞ্জ মঞ্চে এই ঋণের চেক বিতরণ করা হয়। চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো: আব্দুস সামাদের সভাপতিত্বে অনুষ্ঠিত এ চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি  ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।

এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক পিএলসি, রাজশাহী সার্কেলের মহাব্যবস্থাপক সুধীর রঞ্জন বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে চাঁপাইনবাবগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ড. পলাশ সরকার এবং বাংলাদেশ ব্যাংক, রাজশাহীর উপপরিচালক মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন। এছাড়া অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি ঋণ কমিটির সকল সদস্য অংশগ্রহণ করেন।

ঋণ বিতরণ অনুষ্ঠানে ৩৫ টি বাণিজ্যিক ব্যাংক ৬১জন কৃষকের মাঝে ৪০ লক্ষ টাকার অধিক প্রকাশ্যে এ ঋণ বিতরণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...