নবগঠিত যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২ টায় যশোর লালদিঘীর পাড় বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ। সভা সঞ্চালনা করেন জেলা যুবদলের সদস্য সচিব আনছারুল হক রানা। সভায় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন,যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু,আমিনুর রহমান মধু,নাজমুল হোসেন বাবুল,আরিফ হাসান,ইমদাদুল হক ইমদাদ।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয় আগামীকাল শুক্রবার বিকেল তিনটায় যশোর কারবালায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করা হবে। এরপর বিকেল চারটায় লালদিঘীর পাড় বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহরে স্বাগত মিছিল বের করা হবে।
কর্মসূচি সফল করতে সকল নেতাকর্মীদের প্রতি আহবান জানিয়েছেন যশোর জেলা যুবদল নেতৃবৃন্দ।
উল্লেখ্য ছয় বছর পর যশোর জেলা যুবদলের কমিটি ভেঙে আহবায়ক কমিটি গঠন করা হয়। ৫ ফেব্রুয়ারি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। আগামী ৩০ দিনের মধ্যে জেলা যুবদলের ৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করে কেন্দ্রীয় দপ্তরে পাঠানোর জন্য ওই বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়।