বিএনপির জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারতের মধ্য দিয়ে সাংগঠনিক যাত্রা শুরু করেছে যশোর জেলা যুবদলের নবগঠিত কমিটি। বৃহস্পতিবার প্রথম সভার সিদ্ধান্ত মোতাবেক বিকেল তিনটায় কারবালা কবরস্থানে প্রয়াত সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন সংগঠনের নেতৃবৃন্দ। দোয়া পরিচালনা করেন কারাবালা জামে মসজিদের খতিব আনোয়ারুল করিম। এ সময় বেগম খালেদা জিয়ার আশু সুস্থতা কামনা করা হয়।
বিকেল চারটায় যশোর বিএনপির কার্যালয় লালদীঘির পাড় থেকে শুরু হয় সমাবেশ ও মিছিল। মিছিল পূর্ব সমাবেশে বক্তৃতা করেন জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু ও আমিনুর রহমান মধু। সঞ্চালনা করেন যুবদলের যুগ্ম আহবায়ক নাজমুল হোসেন বাবুল ও আরিফুল ইসলাম।
এরপর বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে শহরে স্বাগত মিছিল বের করেন যুবদল নেতৃবৃন্দ। এর আগে শহরের বিভিন্ন দিক থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে মূল অনুষ্ঠানস্থলে সমেবত হয়।
মিছিলে নেতৃত্ব দেন যশোর জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ, সদস্যসচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহবায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহবায়ক কবির হোসেন বাবু, আমিনুর রহমান মধু, নাজমুল হোসেন বাবুল, আরিফুল ইসলাম ও মোহাম্মদ ইমদাদুল হক। মিছিলটি লালদীঘির পাড় থেকে শুরু হয়ে চৌরাস্তা কোতোয়ালী থানা মোড় আরএন রোড হয়ে মণিহার বাসস্ট্যান্ডে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা যুবদলের আহবায়ক এম তমাল আহমেদ বলেন,আজকে আমাদেরকে বহুদূর যেতে হবে। সেই কারণে সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আগামীর রাস্ট্রনায়ক তারেক রহমান যে স্বপ্ন দেখছেন সেই স্বপ্ন বাস্তবায়নের যুবদলের সবাই মিলে এক কাতারে দাঁড়াতে হবে। যদি দলের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র হয় তবে যশোর যুবদল তার দাঁতভাঙ্গা জবাব দেবে।