চাঁপাইনবাবগঞ্জ জেলার পুরাতন স্টেডিয়ামে শুরু হয়েছে চারদিনব্যাপী নারী উদ্যোক্তা মেলা । চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় মহিলা সংস্থা এ মেলার আয়োজনে করে। মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
রোববার বিকেল সাড় টায় চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: নাকিব হাসান তরফদার এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল। বিশেষ অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো: রেজাউল করিম বিপিএম সেবা, চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার প্রমুখ।
মেলায় ৭০ জন নারী উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।