উৎসবমুখর পরিবেশে রাজশাহীর পুঠিয়া উপজেলায় তিনদিনব্যাপী বইমেলা ও লোকজ উৎসব শুরু হয়েছে। তারুণ্যের উৎসবের অংশ হিসেবে পুঠিয়া উপজেলা প্রশাসন এ মেলার আয়োজনে করে।
মেলা উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সোমবার বিকেল চারটায় পুঠিয়া উপজেলা নির্বাহী অফিসার একেএম নূর হোসেন নির্ঝর এর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মোহাম্মদ আক্তার জামীল।
বইয়ের পাশাপাশি, উদ্যোক্তাদের তৈরি বিভিন্ন পণ্য, খাবার নিয়ে মেলায় অর্ধশতাধিক উদ্যোক্তা অংশ নিয়েছেন । এ সব স্টলে বাহারি পণ্য ও বইয়ের এসব স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা।