• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:২৬ অপরাহ্ন

বোয়ালিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

অলিউল ইসলাম ডালিম / ১৪৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ১৭ ফেব্রুয়ারী, ২০২৫

 

চাঁপাই নবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়ায় গ্রাম আদালত বিষয়ক মতবিনিময় সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ইউনিয়ন পরিষদ সভা কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন  বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম (শ্যামল)। স্বাগত বক্তব্য রাখেন গ্রাম আদালত প্রকল্পের উপজেলা সমন্বয়কারী সেলিম উদ্দীন। সভা সঞ্চালনা করেন বোয়ালিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা  অলিউল ইসলাম ডালিম।

অনুষ্ঠানে ইউনিয়ন পরিষদের সদস্য, বিভিন্ন ওয়ার্ড থেকে মুক্তিযোদ্ধা, ইমাম, পুরহিত, এনজিও কর্মী, সমাজসেবক, ব্যবসায়ী, কৃষক,  সাংবাদিক, আদিবাসী লিডারসহ প্রায় ৫০ জন অংশগ্রহনকারী উপস্থিত ছিলেন। সভায় প্রকল্পের সামগ্রিক উদ্দেশ্য, গ্রাম আদালতে আবেদনপত্র দাখিলের পদ্ধতি, মামলার ফিস, সমন প্রদান পদ্ধতি, গ্রাম আদালত গঠন, এখতিয়ার, বিচারিক প্রক্রিয়ায়, নিষ্পত্তির সময়সীমা, ক্ষতিপূরণ আদায়সহ আইনের বিভিন্ন ধারা ও বিধি নিয়ে বিশদভাবে আলোচনা করা হয়।

আলোচনা শেষে গ্রাম আদালতের উপর একটি ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এসময় ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ মুরশালিন ও হিসাব হসকারী-কাম-কম্পিটার অপারেটর  টকি খাতুন উপস্থিত ছিলেন। আলোচনা শেষে গ্রাম আদালত বিষয়ে অংশগ্রহণকারীর মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...