যশোরের কেশবপুরে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্য শহিদ মিনারে ভাষা শহিদদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বালন করা হয়েছে। কেশবপুর উপজেলা প্রশাসনের উদ্যোগ বৃহস্পতিবার সন্ধ্যায় কেশবপুর শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বালন শেষে ভাষা আন্দোলনের অমর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ১মিনিট নিরাবতা পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, সহকারি কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালী রানী, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুন্ডু, পৌরসভার সচিব মোশারফ হোসেন, প্রভাষক আব্দুল হান্নান, চারুপীঠ একাডেমির নির্বাহী পরিচালক উৎপল দে প্রমুখ।