• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

কামারখন্দে চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা, কাটা গেল যাত্রীর হাত

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ৩৩৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল রেলওয়ে স্টেশনে দ্রুতযান এক্সপ্রেস ট্রেন থেকে নেমে কেনাকাটার সময় মোবাইল ফোনে কথা বলতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছেন এক যাত্রী। চলন্ত ট্রেনে উঠতে গিয়ে হাত ফসকে পড়ে তার বাম হাত কেটে গেছে।

বৃহস্পতিবার পৌনে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীর নাম আমজাদ হোসেন, তিনি নওগাঁ জেলার আত্রাই থানার বাসিন্দা এবং দ্রুতযান এক্সপ্রেসে করে ঢাকায় যাচ্ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন থামার এক যাত্রী কিছু কিনতে প্ল্যাটফর্মে নামেন। এসময় তার মোবাইলে কল আসে, তিনি সদাই না করেই ফোনে কথা বলতে বলতে ট্রেনে উঠতে যান। ট্রেন চলতে শুরু করলে হঠাৎ হাত ফসকে পড়ে গিয়ে বাম হাত কেটে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়৷

জামতৈল রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার  রাকিবুল রহমান বলেন, পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতযান এক্সপ্রেস ট্রেনটি জামতৈল স্টেশনে বিকেল ৩টা ৪৫ মিনিটে আসে। এসময় এক যাত্রী প্ল্যাটফর্মে নেমে কেনাকাটা করতে গিয়ে দুর্ঘটনার শিকার হন। বিষয়টি আমরা ফায়ার সার্ভিস ও জিআরপি থানাকে জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...