মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস)।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে এইচটিআই এর সদস্যরা রাত ১০:০০ টার মধ্যেই শহরের সিন্ডবি মোড়ে এসে সমবেত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিসের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। সেখানে তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।
এসময় এইচটিআই এর উপদেষ্টা পরিষদের সদস্য মু. রেজা হাসান, আলিফ, উজ্জ্বল আলী এবং সংগঠনের সদস্য মাহিম, আব্দুল্লাহ আল সাইফ, মৃদুলাসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল, বিভিন্ন সরকারি দপ্তর, স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও তাদের সাথে যোগ দেন।