মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছে রাজশাহীর অরাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ‘পলিমাটি’।
শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে পলিমাটির সদস্যরা রাত ১০:০০ টার মধ্যেই শহরের সিন্ডবি মোড়ে এসে সমবেত হন। এরপর সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় সেখানে উপস্থিত আরও বেশ কয়েকজন স্থানীয় শিল্পী-সাহিত্যিক, শিক্ষার্থী, তাদের অভিভাবকরাও তাদের সাথে মিলিত হন। এরপর নির্ধারিত সময়ে তারা ডিসি অফিসের শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।
এসময় পলিমাটির সভাপতি উজ্জল আলী, উপদেষ্টা ম. রেজা হাসান, আলিফ, সদস্য অথি, শান্ত, নাহিদ, মৃত্তিকা, মাধুর্য, সাইফ, মাহিমসহ অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহীর অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীলও তাদের সাথে যোগ দেন। অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল বলেন, একুশে ফ্রেব্রুয়ারি আমাদের দেশের ইতিহাসের সাথে জড়িত। ভাষা শহীদদের সম্পর্কে জানাতে শহীদ মিনারে শিক্ষার্থী ও শিশুদের নিয়ে আসা উচিত। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যদি এই দিন সম্পর্কে জানতে না পারে তাহলে দেশের প্রতি তাদের মমত্ববোধ গড়ে উঠবে না।