অমর একুশে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৫ এর প্রথম প্রহরে রাজশাহী ডিসি অফিসে অবস্থিত শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে রাজশাহী জেলা পরিষদের এর কর্মকর্তা-র্কমচারীবৃন্দ।
রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও রাজশাহী বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তরফদার মো: আক্তার জামীল এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী মু. রেজা হাসান এর নেতৃত্বে জেলা পরিষদের কর্মকর্তা-র্কমচারীবৃন্দ রাত ১১:০০ টার মধ্যেই সকলে খালি পায়ে হেঁটে ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনারের উদ্দেশ্যে যাত্রা করেন। এরপর নির্ধারিত সময়ে তারা শহীদ মিনারের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। তারা কিছু সময় নীরবে দাঁড়িয়ে ভাষা শহীদদের প্রতি সম্মান জানান।