• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:০৬ অপরাহ্ন

যশোরে জেলা বিএনপির সম্মেলন ; সাবু সভাপতি খোকন সাধারণ সম্পাদক

এম আই শোভন / ১০১ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫

শনিবার যশোর জেলা বিএনপির কাউন্সিলে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন জেলা বিএনপির  সাবেক সদস্য সচিব   অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক  সাবু, বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দেলোয়ার হোসেন খোকন। সাংগঠনিক সম্পাদকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, যশোর নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক  মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল বারি রবু।

নির্বাচন শেষে  যশোর টাউন হল ময়দানের রওশন আলী মঞ্চে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমানুল্লাহ আমান বিজয় প্রার্থীদের নাম ঘোষণা করেন । এসময় বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত , জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক নার্গিস বেগমসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।  শনিবার দুপুর দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ১হাজার ৬শ ১০ জন কাউন্সিলর তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

সভাপতি পদে সাবেরুল হক সাবু  পেয়েছেন ৭৪৮ ভোট । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  মিজানুর রহমান খান  পেয়েছেন ৬৬৩ ভোট। অপর সভাপতি প্রার্থী মারুফুল ইসলাম মারুফ পেয়েছেন ৭৩ ভোট। সাংগঠনিক সম্পাদক পদে প্রকৌশলী রবিউল ইসলাম ১৩৪১, মুনির আহমেদ ছিদ্দীকি বাচ্চু ৮৪৫ এবং শহিদুল বারী রবু ৭২০ পেয়ে নির্বাচিত হয়েছেন। এ পদে অপর প্রার্থী কাজী আজম পেয়েছেন ৭১২ ভোট।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...