কেশবপুরে বসন্ত বন্দনা ও পিঠা উৎসব উদযাপন করা হয়েছে। কেশবপুরের সাধারণ ছাত্রজনতা’র আয়োজনে সোমবার বিকালে শহরের পাবলিক মাঠে বসন্ত বন্দনা ও পিঠা উৎসবের প্রধান অতিথি হিসাবে উদ্ধোধন করেন ইউএনও জাকির হোসেন। সভাপতিত্ব করেন উদযাপন কমিটির আহ্বায়ক শিক্ষক আব্দুস সালাম।
এ সময় উপস্থিত ছিলেন সদর চেয়ারম্যান আলাউদ্দিন আলা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুদীপ বিশ্বাস, শিক্ষক প্রবীর দত্ত, মিরাজ বিশ্বাস, শিক্ষক মতিয়ার রহমান, সাংস্কৃতিক সংগঠক উজ্জ্বল ব্যানার্জী, চারুপীঠ একাডেমির পরিচালক উৎপল দে, অলোক বসু, আশিক প্রমূখ। মিঠা উৎসবে ১৫ টি স্টল অংশ নিয়েছে।
সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন স্থানীয় ও অতিথিশিল্পীরা।