মঙ্গলবার যশোর কারবালা কবরস্থানে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের কবর জিয়ারত করেন যশোর জেলা বিএনপির নবনির্বাচিত নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির খুলনা বিভাগীয় ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, যশোর জেলা বিএনপির নব নির্বাচিত সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার রবিউল ইসলাম, মুনির আহমেদ সিদ্দিকী বাচ্চু, শেখ শহিদুল বারি রবুসহ সহ জেলা, নগর ও সদর উপজেলা বিএনপি ও অংগ-সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।
এ সময় বিএনপির প্রয়াত সকল নেতাকর্মীর রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।