যশোর সদর উপজেলার চুড়ামনকাটি প্রেসক্লাবের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে। বুধবার দোগাছিয়া স্কুল মাঠে বনভোজনের আয়োজন করে। বনভোজনে অথিতি ছিলেন দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মোবিনুল ইসলাম মবিন, চুড়ামনকাটি ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক আবু সাঈদ, সহ-সভাপতি রফিকুল ইসলাম, মামুন মহাসিন, সাধারণ সম্পাদক মাষ্টার মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, ইউনিয়ন বিএনপি’র ত্রাণ বিষয়ক সম্পাদক শাইখুল আযম শাহিল, ইউনিয়ন বিএনপি’র ছাত্র বিষয়ক সম্পাদক ফাহিম মাহমুদ বাবু, ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন বাদশা, হায়দার আলী এছাড়া কাশিমপুর ইউনিয়ন বিএনপি’র নির্বাহী সদস্য সাজেদুর রহমান রিপন, ব্যবসায়ী রিয়াজুল হাসান লিংকন প্রমূখ।
বনভোজনের উৎসব মুখর পরিবেশে দৈনিক গ্রামের কাগজের সম্পাদক ও প্রকাশক মোবিনুল ইসলাম মবিন বলেন, আমরা সাংবাদিকরা সারা বছর সকল শ্রেণীর মানুষের জন্য কাজ করে থাকি। ধারাবাহিক কাজের জন্য আমাদের মাঝে একঘেয়েমীতা দেখা দেয় তাই মাঝে মাঝে বিনোদন খুবই দরকার। এমন আয়োজনের জন্য চুড়ামনকাটি প্রেসক্লাবের সকলকে ধন্যবাদ।
এ সময় উপস্থিত ছিলেন চুড়ামনকাটি প্রেসক্লাবের সভাপতি ওয়াহিদুজ্জামান মিলন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন, কোষাধক্য মহব্বত আলী, দপ্তর সম্পাদক তৌহিদুজ্জামান ফিট্টু, নির্বাহী সদস্য হেদায়েত খান, শহিদুল ইসলাম লিখন, মাহমুদুল হাসান মামুন, রফিকুল ইসলাম, মাসুরা আলম লিজা, আলী রেজা রাজু, ফেরদৌসী পারভীন সহ সকল সদস্য।