সারাদেশে ভেতর মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। হকিতে চ্যাম্পিয়ন দল শুক্রবারে কেশবপুরের পৌছালে ব্যান্ডপার্টি এনে বরণ করলো এলাকাবাসী। চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ঘোরানো হলো ট্রাকে। এলাকাবাসীর পক্ষ থেকে উপজেলা পরিষদ চত্বরে তাদের কে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এসময় গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সু-প্রভাত বসু উপস্থিত ছিলেন। এ সময় এক উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয়। নেচে গেয়ে আনন্দ- উল্লাস করে শিক্ষার্থী ও এলাকাবাসী।
৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় সারাদেশের ভেতর মেয়েদের হকিতে চ্যাম্পিয়ন হয়েছে যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়। বুধবার বিকেলে চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে ওই হকি খেলা অনুষ্ঠিত হয়। পর পর তিনটি খেলায় পৃথক তিনটি অঞ্চলের সঙ্গে বিজয়ী হয়ে তারা চ্যাম্পিয়ন হয়েছে। উপজেলা, জেলা, বিভাগ ও অঞ্চল থেকে জয়লাভের পর চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামে চূড়ান্ত প্রতিযোগিতা। বৃহস্পতিবার চট্টগ্রামে ৫৩তম শীতকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতায় অংশ নেওয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু বলেন, তার বিদ্যালয়ের মেয়েরা হকিতে চ্যাম্পিয়ন। এটা আমাদের জন্য অনেক বড় অর্জন। কেশবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এএসএম জিল্লুর রশীদ বলেন, গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় একেবারে একটি গ্রামীণ স্কুল। সেখানকার ছাত্রীদের হকি ও সাইকেলিংয়ে দেশসেরা হওয়ার এমন অভাবনীয় সাফল্যে আমরা অভিভ‚ত। প্রয়োজনীয় সহযোগিতা পেলে এসব মেয়েরা দেশের জন্য অনেক সাফল্য ও সম্মান বয়ে আনতে পারবে।