কেশবপুরের কন্দর্পপুর সার্বজনীন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরে ৮ম প্রহর ব্যাপী শ্রী শ্রী তারকব্রহ্ম মহানাম যজ্ঞানুষ্ঠান শনিবার হতে শুরু হয়েছে। সোমবার পর্যন্ত চলবে। ভক্তদের পদচারণায় মুখরিত মন্দির চত্বর।শনিবার রাতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় কমিটির সদস্য ও কেশবপুর উপজেলা কমিটির সদস্য সচিব সাংবাদিক উৎপল দে, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ, যুগ্ম আহ্বায়ক প্রধান শিক্ষক সু-প্রভাত বসু,স্যামুয়েল দাস,পৌর কমিটির আহ্বায়ক মলয় বসু, যুগ্ম আহ্বায়ক উজ্জ্বল দে,সদস্য সচিব নিত্যানন্দ দাস, ১০ নং সাতবাড়িয়া কমিটির আহ্বায়ক তাপস দাস,৩নং মজিদপুর ইউনিয়ন কমিটির আহ্বায়ক সজ্ঞীব তরফদার বাপ্পা, ২নং সাগরদাঁড়ি কমিটির আহ্বায়ক শিক্ষক দীপংকর দত্ত,যুগ্ম আহ্বায়ক শিক্ষক পলাশ দত্ত,কেশবপুর ৬নং সদর কমিটির আহ্বায়ক শিক্ষক চিতরঞ্জন দেবনাথ, সদস্য সচিব চিরজ্ঞিত শীল প্রমূখ।
কন্দর্পপুর রাধাগোবিন্দ মন্দির কমিটির সভাপতি দীপক পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ পাল, কোষাধ্যক্ষ শ্যামল সাধু ও সার্বিক তত্ত্বাবধায়ক অরুন সিংহ নেতৃত্বে এই যজ্ঞ অনুষ্ঠান শনিবার হতে শুরু হয়েছে। রবিবার হরিনাম সংকীর্তন,পূজা ও প্রসাদ বিতরণ এবং সোমবার নগর পরিক্রমা, পূজা, মহোৎসব শেষে প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে ওই অনুষ্ঠান।