• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:০৩ অপরাহ্ন

মণিরামপুরে প্রশাসন কর্মচারীকে মারধরের ঘটনায় যুবদল নেতা মোতাহারুল বহিস্কার

জয়দ্যুতি সংবাদ / ১১৮ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

যশোরের মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার  কার্যালয়ের অ্যাকাউন্ট্যান্ট ক্লার্ক শাহীন আলমকে মারধরকান্ডে দল থেকে বহিস্কৃত হলেন অভিযুক্ত উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলাম। ০৭ মার্চ কেন্দ্রীয় যুবদল কমিটির সিদ্ধান্ত মোতাবেক তার এ বহিস্কারাদেশ পাঠানো হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইঞা স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পেশীশক্তি প্রদর্শন পূর্বক প্রজাতন্ত্রের কর্মচারীর সাথে অসদাচারণের মাধ্যমে দলীয় শৃংখলা পরিপন্থি কর্মকান্ডে জড়িক থাকার সুস্পষ্ট অভিযোগে যশোর জেলার মণিরামপুর উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলামকে প্রাথমিক সদস্যপদ সহ দল থেকে বহিস্কার করা হয়েছে।  বহিস্কৃত নেতৃবৃন্দের কোন ধরণের অপকর্মের দায় দায়িত্ব দল নিবে না। যুবদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।  জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

উল্লেখ্য উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলামের বিরুদ্ধে মারধরের অভিযোগ করে ভুক্তভোগী শাহীন আলম  জানান বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ইউএনও কার্যালয়-সংলগ্ন শহীদ মিনারের সামনে তাকে মারধর করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে উপজেলা পরিষদের কর্মকর্তা ও কর্মচারীরা। মানববন্ধনে ইউএনও নিশাত তামান্না, সহকারী কমিশনার (ভূমি) নিয়াজ মাখদুমসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন।

এ বিষয়ে মণিরাম উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, শাহীন আলমকে মারধরের ঘটনার প্রতিবাদে উপজেলা পরিষদে কর্মরত সবাই একত্রিত হয়ে মানববন্ধন করেছি। আমরা সরকারি দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য হয়রানিমুক্ত সুষ্ঠু কর্মপরিবেশ দাবি করছি।

এদিকে শাহীন আলমকে মারধরের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য রিপন সরদারকেও দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মণিরামপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. কামরুল গাজী ও সদস্যসচিব মো. মাসুদ গাজী স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

মণিরামপুরে ওএমএস-এর ডিলার নিয়োগকে কেন্দ্র করে  উপজেলা যুবদলের আহবায়ক মোতাহারুল ইসলামের এহেন কর্মকান্ডে প্রশাসন শক্ত অবস্থানে যাচ্ছে এমন সংবাদ প্রচারিত হওয়ার পর পরই যুবদলের কেন্দ্রীয় কমিটি মোতাহারুল ইসলামের বহিস্কারদেশ প্রেরণ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...