• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

যশোরে দরিদ্র কৃষকের মুখে হাসি ফোটালো ইয়ামাহা রাইডার্স ক্লাব

জয়দ্যুতি সংবাদ / ১৩৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে “কৃষকের মুখে হাসি তাদের পাশে আমরা আছি” এই শ্লোগানে আধুনিক ও উন্নত মানের  ইয়ানমার হারভেস্টার মেশিন দিয়ে দরিদ্র কৃষকের জমির গম কেটে ঘরে তুলে দিলো ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোর। এসিআই মটরস এর উন্নত প্রযুক্তির ইয়ানমার হারভেস্টার দিয়ে যশোরের ঝিকরগাছা উপজেলার মধুপুর গ্রামের কৃষক ওসমান হোসেনের এক বিঘার অধিক জমির পাকা গম কেটে দিয়েছেন।  শ্রমিক খরচ ছাড়াই গম কেটে ঘরে তুলতে পেরে ওই কৃষকের মুখে হাসি ফুটেছে।

কৃষক ওসমান হোসেন জানান, অর্থনৈতিক সমস্যার কারণে শ্রমিকদের মজুরি এবার বাড়তি। অন্যদিকে ঝড় বৃষ্টির শঙ্কায় জমির পাকা গম ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা এ খবর শুনে আমার ১ বিঘার অধিক জমিতে থাকা গমগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি ভীষণ খুশি।

ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের এডমিন ইয়ামন পিয়াল জানান, অর্থনৈতিক সমস্যার কারণে যেসব কৃষক পাকা গম ঘরে তুলতে পারছেন না, ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের ৭ম বর্ষপূর্তি উপলক্ষে তাদের গম কেটে ঘরে তুলে দেওয়ার উদ্যোগ নিয়েছি। এতে কৃষকের যেমন উপকার হচ্ছে তেমনি আমরাও কৃষকের পাশে দাঁড়াতে পেরে অনেক ভালো লাগছে। তিনি আরো বলেন, ইয়ামাহা রাইডার্স ক্লাবের সদস্যরা দেশের যেকোনো দুর্যোগ, দুঃসময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা আগামীতেও সাধারণ মানুষের পাশে থাকব।

তাদের এই ধরনের কাজে সর্বদা সহযোগিতা করার জন্য তিনি এসিআই মোটরস লিমিটেডের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুব্রত রঞ্জন দাস এবং আরএসএম (সাউথ জোন) তানভীর সজীব ও টেরিটরি ম্যানেজার জহিরুল ইসলাম সুজন এবং এসআর অরিয়ন মটরসের ডিলার আবিদ রিফাতসহ ইয়ামাহা রাইডার্স ক্লাব যশোরের সকল সদস্যকে ধন্যবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...