যমুনা সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রংপুর-রাজশাহী মহাসড়কে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ী এলাকার ধান গবেষণা ইনস্টিটিউটের সামনে এক দল ডাকাত শিক্ষকদের বহনকারী একটি মাইক্রোবাসে হামলা চালিয়ে সর্বস্ব লুট করে নেয় বলে অভিযোগ পাওয়া গেছে।
স্থানীয়রা জানান, ৮-১০ জনের একটি ডাকাত দল হঠাৎ ইট-পাটকেল ছুড়ে মাইক্রোবাসের গতি রোধ করে। এরপর অস্ত্রের মুখে জিম্মি করে জামাতের নেতাদের কাছ থেকে প্রায় ৬০ হাজার টাকা, সাতটি মোবাইল ফোন ও দুটি কোর্ট লুট করে পালিয়ে যায়। ওই মাইক্রোবাসটিতে জামায়াতের নেতাকর্মীরা ঢাকায় দলীয় কার্যক্রম শেষ করে রাজশাহীর দিকে ফিরছেন বলেও জানা যায়।
ভুক্তভোগী মাইক্রোবাস চালক আশেক আল রহমান জানান, আমরা ধান গবেষণা ইনস্টিটিউট পার হওয়ার সময় হঠাৎ ৮-১০ জন দুষ্কৃতকারী ইট ছুড়ে গাড়ির গতি রোধ করে। এরপর অস্ত্রের মুখে আমাদের সর্বস্ব ছিনিয়ে নেয়।
বঙ্গবন্ধু পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনারুল ইসলাম জানান, একদল শিক্ষক সেতুর পশ্চিমপাড়ের কোনাবাড়িতে রোববার রাতে ডাকাতির কবলে পড়েন। এ ঘটনায় রাতেই অভিযোগ পেয়েছি। অপরাধীদের চিহ্নিত বা লুন্ঠিত মালামাল উদ্ধার করা সম্ভব হয়নি । তবে মহাসড়কে টহল জোরদার করা হবে এবং সেই সাথে ডাকাতদের ধরার চেষ্টা করা হচ্ছে।
এদিকে কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেছুর রহমানকে মুঠোফোনে কল দিলে তিনি ফোন রিসিভ করেনি।