যশোরের কেশবপুর পৌর শহরের ট্রাক টার্মিনাল এলাকায় প্রকাশ্য গাঁজা সেবনের অপরাধে শফিকুল ইসলাম (৫০) নামে এক সেবনকারীকে ১৫ দিনের কারাদণ্ড ও একশত টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১০ মার্চ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শরীফ নেওয়াজ। শফিকুল ইসলাম উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের মৃত জজ আলী সরদারের ছেলে।