• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০২ অপরাহ্ন

যশোরে যুবককে ছুরিকাঘাত করে টাকা ও মোবাইল ছিনতাই

জয়দ্যুতি সংবাদ / ১০৭ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫

যশোর শহরের চাঁচড়া সার গোডাউন মোড়ে সাব্বির আহমেদ (৩০) কে ছুরিকাঘাত করে নগদ টাকা মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার ঘটনায় কোতয়ালি থানায় অভিযোগ হয়েছে। বুধবার (১২ মার্চ) রাতে অভিযোগটি করেন, শহরের চাঁচড়া মধ্যপাড়া এলাকার সাব্বির আহমেদের মা রহিমন বেগম। অভিযোগে একই এলাকার রিপনের ছেলে প্রিন্স (৩২), লিটনের ছেলে অমি (২৫) ও শহিদের ছেলে বাসিরকে আসামি বলে উল্লেখ করেছেন।

অভিযোগে উল্লেখ করা হয়েছে,  সাব্বির আহমেদ চাঁচড়া বাবলাতলা থেকে তার পিতার কাছ থেকে  মাছের ব্যবসার ৪০ হাজার টাকা বিকাশে পাঠানোর জন্য (১২ মার্চ) সন্ধ্যা আনুমানিক সাড়ে ছয়টার সময় চাঁচড়া রায়পাড়া সার গোডাউন মোড় মুন্সি বাড়ির সামনে রাস্তায় আসলে আসামীরা পূর্বপরিকল্পিত ভাবে ছিনতাইয়ের উদ্দেশ্যে মোটরসাইলে যোগে এসে পথ গতিরোধ করে। তার কাছে থাকা ৪০ হাজার টাকা ও তার একটি এন্ড্রয়েড মোবাইল সেট মুল্য ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার চেষ্টা কালে  হাতদিয়ে প্রতিহত করার চেষ্টা করলে আসামির হাতে থাকা ধারাল চাকু দিয়ে  ডানহাতের আংগুলের উপর আঘাত করে গুরুত্বর জখম করে  টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নেয়।

ঘটনার সময় সাব্বির আহমেদের চিৎকারে আশে পাশের  পথচারী লোকজন এগিয়ে আসলে আসামীরা টাকা ও মোবাইল সেট নিয়ে তাদের মোটরসাইকেল যোগে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। স্থানীয়রা সাব্বির আহমেদকে যশোর সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার ব্যবস্থা করে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ কাজী বাবুল বলেন, অভিযোগ পেয়েছি পুলিশ বিষয়টি নিয়ে খোঁজ খবর নিচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...