• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৬ অপরাহ্ন

সম্প্রীতি সংগঠনের দোয়া ও ইফতার মাহফিল

মাহমুদ সাব্বির / ২৮৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার বাড়াকান্দি-বাঁশতলা বাজার সংলগ্ন রবি বিদ্যানিকেতন স্কুল মাঠে সম্প্রীতি সংগঠনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল হয়েছে। ইফতার মাহফিলের আগে আয়োজিত আলোচনা সভায় সংগঠনের সভাপতি ও সদস্যরা সমাজকল্যাণমূলক বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন। এতে বিশেষ অতিথি ডা. রেজাউল্লাহ এসব পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং মানবিক সেবার পরিধি আরও বিস্তৃত করার আহ্বান জানান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি আবুল কাশেম, সম্প্রীতি কোচিং সেন্টারের পরিচালকবৃন্দ, শিক্ষক মণ্ডলীর একাংশ, সম্প্রীতি সংগঠনের সদস্যরা ।

আলোচনা সভা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। এরপর ইফতার পরিবেশন করা হয়, যেখানে আমন্ত্রিত অতিথিরা একসঙ্গে ইফতার করেন।সংগঠনটি শিক্ষার প্রসার,দরিদ্র শিক্ষার্থীদের সহায়তা এবং সমাজকল্যাণমূলক নানা কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...