যশোরের কেশবপুরে রাজেরুং ত্রিপুরা (১৫) নামে এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মৃত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। রাজেরুং ত্রিপুরা কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী। সে বান্দরবান জেলার থানচি উপজেলার কালুপাড়া গ্রামের রমেশ ত্রিপুরার মেয়ে। রাজেরুং ত্রিপুরা কেশবপুর শহরের সাহাপাড়ার খ্রিস্টান মিশনে থেকে পড়াশোনা করতো।
পুলিশ জানায়, খবর পেয়ে ওই স্কুলছাত্রীর মরদেহ হাসপাতাল থেকে উদ্ধার করা হয়। পরবর্তীতে খ্রিস্টান মিশনে গেলে কর্তৃপক্ষ জানান, শুক্রবার রাতে রাজেরুং ত্রিপুরা তার শয়নকক্ষের জানালার গ্রিলের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। তবে কী কারণে সে আত্মহত্যা করেছে সেটি জানা যায়নি।
এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন সাংবাদিকদের বলেন, ওই স্কুলছাত্রীর মরদেহ শনিবার যশোর মর্গে প্রেরণ করা হয়েছে। থানায় এ বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে।