• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০০ অপরাহ্ন

যশোরে এম এম কলেজ  ইতিহাস ক্লাবের উদ্যোগে  ইফতার ও স্বাস্থ্য উপকরণ বিতরণ

রিফাত আহম্মেদ / ১৭৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ১৫ মার্চ, ২০২৫

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের ইতিহাস ক্লাবের উদ্যোগে ইফতার মাহফিল ও স্বাস্থ্য উপকরণ বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শনিবার কলেজ চত্বরে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায়  ইতিহাস ক্লাবের সভাপতি  শাহারিয়ার আল ইমনের সভাপতিত্বে  উপস্থিত ছিলেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মার্জিয়া সুলতানা। অনুষ্ঠানে বক্তৃতা করেন ইতিহাস ক্লাবের দয়িত্বপ্রাপ্ত শিক্ষক সহকারী অধ্যাপক মোঃ শাহ্জাহান কবীর, ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী হাকিমুল ইসলাম।

ইফতার মাহফিলে ইতিহাস বিভাগের প্রভাষক মোঃ হাশেম আলী, ইস্পাহানী টি লিমিটেডের খুলনা বিভাগের সিনিয়র ডিভিশনাল ম্যানেজার নাজমুল হুদা, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি  মনিরুল ইসলাম ও দৈনিক আজকের পত্রিকার জেলা প্রতিনিধি  জাহিদ হাসান,ইতিহাস বিভাগের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী, ছাত্রনেতৃবৃন্দ ও ইতিহাস ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ইতিহাস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক নুরুন্নবী হৃদয়। ইফতারের পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয় ইফতারের পর, ক্লাবের সদস্যরা শহরের বিভিন্ন স্থানে গিয়ে শতাধিক নিম্ন আয়ের মানুষের মাঝে স্বাস্থ্য ও পরিচ্ছন্নতা সামগ্রী বিতরণ করেন।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...