কেশবপুরে রাষ্ট্র মেরামতের ৩১ দফা প্রচারণা কমিটির উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার সাগরদাঁড়ি ইউনিয়নের চিংড়া বাজারে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মাস্টার আমানত আলীর সভাপতিত্বে ইফতার মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। উপজেলা যুবদল নেতা সাগরদাঁড়ি ইউনিয়নের ইয়াছিন আলীর সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, সাগরদাঁড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোবারক খাঁ, যুগ্ম সম্পাদক আবু দাউদ, ইউপি মেম্বার জিয়ামত আলী প্রমুখ। অনুষ্ঠানে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।