যশোরের কেশবপুর পৌর বিএনপির এক জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে দলীয় কার্যালয়ে পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কেশবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম সভাকে অবহিত করেন যে,তার বিরুদ্ধে বিএনপির বহিষ্কৃত নেতা সাবেক কাউন্সিলর আবজাল হোসেন বাবু ভিজিএফ এর চাল নিতে আসা শতাধিক নারী, পুরুষকে নিয়ে কেশবপুর উপজেলা সদরে চাল না পেয়ে বিক্ষোভ মিছিলে শেখ শহিদুল ইসলাম কে নিয়ে কুরুচির পূর্ণ স্লোগান দেয়ায়,যার সঙ্গে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম জড়িত নয়। পাশাপাশি বিএনপি কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক ভিজিএফ,টিসিবি, খাদ্য বান্ধব কার্যক্রম ও কোন প্রকার সুপারিশ না করলেও মিথ্যাচার করা হচ্ছে। সভায় আলোচনায় অংশ নেন,পৌরসভার ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবুল হোসেন, ৩ং ওয়ার্ড সভাপতি সোহরাব হোসেন সরদার, ৪ নং ওয়ার্ড সভাপতি ওবায়দুল হক,৫নং ওয়ার্ড সভাপতি আনিসুজ্জামান, ৭নং ওয়ার্ড সভাপতি ইলাই বক্স,৮ নং ওয়ার্ড সভাপতি কুরমান আলী,৯ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রাজ্জাকসহ ৯টি ওয়ার্ডের সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকবৃন্দ।
সভায় সর্ব সম্মতিক্রমে পৌর বিএনপির সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম কে নিয়ে বিএনপির বহিষ্কৃত সাবেক কাউন্সিলর আবজাল হোসেন বাবুর ষড়যন্ত্রের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। পাশাপাশি যশোর জেলা বিএনপির নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আইনগত ব্যবস্থা নেওয়ার সিন্ধান্ত গৃহীত হয়।
অপর দিকে কেশবপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান চৌধুরী কে ২ মাসের জন্য সাংগঠনিক সম্পাদক পদ স্থগিত করায় গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।
বিষয় টি জেলা নেতৃবৃন্দের সাথে আলোচনা করে সমাধানের সিন্ধান্ত নেয়া হয় বলে কেশবপুর পৌর বিএনপির সভাপতি সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস জানান।