• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

কেশবপুরে গণহত্যা দিবস পালন

উৎপল দে, কেশবপুর / ১৩৬ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫

যশোরের কেশবপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। মঙ্গলবার দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা, যুদ্ধভাসান ও যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ্বলনের আয়োজন করা হয়।

সকাল ১১টায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে (যুদ্ধ ভাসান পাদদেশে) ২৫ মার্চ নিহতদের স্মরণে স্মৃতিচারণমূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুন। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শরীফ নেওয়াজ, কেশবপুর থানার পরিদর্শক (তদন্ত) খান শরীফুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক আব্দুর রাজ্জাক, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পৌর জামায়াতের আমির জাকির হোসেন, পৌর বিএনপির সিনিয়র সহসভাপতি কুতুবউদ্দীন বিশ্বাস, ১৯৭১ সালে টর্চার সেলে নির্যাতিত আব্দুল মজিদ, শিক্ষার্থী পায়েল সাহা প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন, উপজেলা শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রভাত কুমার রায়।
সন্ধ্যায় কেশবপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয় চত্বরে যুদ্ধ ভাসান পাদদেশে ও উপজেলার মঙ্গলকোট বাজার সংলগ্ন বুড়িভদ্রা নদীর ব্রীজের পাশে যুদ্ধজয় পাদদেশে দীপশিখা প্রজ্বলন করা হয়।

উৎপল দে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...