• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:২২ অপরাহ্ন

এক প্রকৃতি পাঠশালার গল্প

মাহমুদ সাব্বির / ৩৮৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

একটি পাঠশালা, যেখানে বই-খাতার পরিবর্তে শিখিয়ে দেওয়া হয় গাছের ভাষা। শেখানো হয় প্রকৃতির সাথে সহাবস্থান, পরিবেশের প্রতি ভালোবাসা। কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রামে গড়ে ওঠা এই অনন্য শিক্ষাপ্রতিষ্ঠানের নাম ‘পরিবেশ ও প্রকৃতির পাঠশালা’। এ পাঠশালায় ৩০-৩৫ জন ছেলে-মেয়ে সরকারি ছুটির দিন, শুক্রবার ও শনিবার পাঠদান করে থাকেন। এটি পরিচালনা করছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত বিরল ও বিপন্ন প্রজাতির উদ্ভিদ সংগ্রাহক মাহবুবুল ইসলাম পলাশ। তিনি  কামারখন্দ উপজেলার ভদ্রঘাট এলাকার বাসিন্দা। তার নিজেস্ব বাগানে গুটগুটিয়া, রক্তন, রাতা, তুন, বৈলাম, সিভিট,মাল্লাম, বাজনা, মনিরাজ, সুন্দরী কাকড়া,গরান, চাপালিশ বরুন সহ ৩৪৫ প্রজাতির ছোট বড় মিলে প্রায় ৪ হাজার গাছ রয়েছে।

উদ্যোগের বিষয়ে মাহবুবুল ইসলাম পলাশ জানান, এই পাঠশালায় শিক্ষার্থী হতে বয়স কোনো বাধা নয়। শিশু থেকে বৃদ্ধ সবাই এখানে প্রকৃতির পাঠ গ্রহণ করতে পারেন। পাঠ্যসূচির মূল উপজীব্য হলো গাছপালা, বনায়ন ও পরিবেশ রক্ষা।পরিবেশবান্ধব এই প্রতিষ্ঠানের অন্যতম দৃষ্টান্ত হলো নারী দিবসে কন্যাসন্তানদের মাঝে একটি করে বৃক্ষ প্রদান।

মাহবুবুল ইসলাম পলাশ আরও জানান, কন্যাসন্তান কখনো সমাজের বোঝা নয়, বরং তারা দেশের সম্পদ। তাই প্রতিটি কন্যার হাতেই তুলে দেন এক একটি গাছের চারা যেন ভবিষ্যতে তারা নিজেদের সঙ্গে প্রকৃতির বন্ধনও গড়ে তুলতে পারে। ‘পরিবেশ ও প্রকৃতির ’ পাঠশালায় শুধু গাছ লাগানোই শেখায় না, বরং গাছের উপকারিতা থেকে শুরু করে প্রকৃতি সংরক্ষণের নানা দিক সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করে তোলে। তিনি জানান, ছেলে-মেয়েদের সব ধরনের গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়। বাড়ির আঙিনায় কীভাবে সবজি চাষ করা যায়, সেটিও শেখানো হয়। কোন গাছ কী কাজে লাগে, তা সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। কোন গাছ পরিবেশের জন্য ক্ষতিকর এবং কোন গাছ পরিবেশবান্ধব এ সম্পর্কে সচেতন করা হয়। অতিথি পাখি শিকার না করা এবং কীটপতঙ্গের ভূমিকা সম্পর্কে শিক্ষার্থীদের অবগত করা হয়। ব্যাঙ ফসলের ক্ষতি করে না এমন সচেতনতা তৈরি করা হয়, যাতে কৃষকেরা অযথা ব্যাঙ হত্যা না করেন।

এই প্রতিষ্ঠানটি শুধু শিক্ষার্থীদেরই নয়, বরং আশপাশের মানুষকেও প্রকৃতিবান্ধব জীবনের গুরুত্ব সম্পর্কে সচেতন করছেন বলেও তিনি জানায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...