• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৭ অপরাহ্ন

 চিকিৎসার জন্য সোনার গহনা বিক্রির ১২ লাখ টাকা ছিনতাই

কামারখন্দ, (সিরাজগঞ্জ) প্রতিনিধি / ২০২ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সিরাজগঞ্জের কামারখন্দে মায়ের ক্যান্সারের চিকিৎসার জন্য সোনার গহনা বিক্রি করে ফেরার পথে ১২ লাখ টাকা ছিনতাইয়ের শিকার হয়েছেন দুবাই ফেরত ইসমাইল নামের এক ব্যক্তি। বৃহস্পতিবার দুপুরে কামারখন্দ উপজেলার নান্দিনামধু আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী  ইসমাইল হোসেন সিরাজগঞ্জ শহর থেকে সোনার গহনা বিক্রি করে বাড়ি ফিরছিলেন। পথে হেলমেট পরা দুই দুর্বৃত্ত ছুরি দেখিয়ে তার সঙ্গে থাকা নগদ ১২ লাখ টাকা, মোটরসাইকেলের স্মার্ট কার্ড, মানিব্যাগ ও ডিসকাভার হোন্ডা (সিরাজগঞ্জ -হ- ১২-২৫৪৬) মোটরসাইকেল ছিনিয়ে নেয়। ইসমাইল হোসেন জানান, তার মা দীর্ঘদিন ধরে ক্যান্সারে ভুগছেন। চিকিৎসার খরচ যোগাতে তিনি সিরাজগঞ্জ শহরে গিয়ে ১৩ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকার সোনার গহনা বিক্রি করেন। এর মধ্যে ১ লাখ ৪৬ হাজার ১৫৩ টাকা খরচ করেন। এরপর বাকি ১২ লাখ টাকা নিয়ে তিনি মোটরসাইকেলে বাড়ির পথে রওনা হন। তবে দুপুর আড়াইটার দিকে কামারখন্দ উপজেলার নান্দিনামধু আমতলা এলাকায় ছিনতাইকারীরা তার পথরোধ করে সব কিছু নিয়ে যায়।

কামারখন্দ থানার ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল লতিফ জানান, বিষয়টি অবগত হয়েছি। গতকাল ইফতারের পর ওনি থানায় এসে অভিযোগ দিয়েছে। বিষয়টি নিয়ে কাজ করছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...