• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৬:০৩ অপরাহ্ন

উলাশীতে পাঁচ গ্রামের মানুষের মুখে হাসি ফোটালো আন- নুর ক্যাডেট মাদ্রাসা

রায়হান উদ্দিন / ২০৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

যশোরের শার্শা উপজেলার উলাশী ইউনিয়নের পাঁচ গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছে আন- নুর ক্যাডেট মাদ্রাসা।  কন্যাদহ,রামপুর,রামের ডাঙ্গা,বাগাডাঙ্গা, লাউতাড়া, ও ধলদাহ গ্রামের সাড়ে তিনশ’ পরিবারের মধ্যে বিতরণ করা হয়েছে ঈদ উপহার।  সেমাই, চিনি, নুডুলস, প্যাকেটজাত দুধ, শ্যাম্পু, সাবানসহ অন্যান্য উপকরণ ছিল এই উপহার সামগ্রীর মধ্যে।  ঈদের আগে ঈদ উপহার পেয়ে আপ্লুত এই সব পরিবারের সদস্যরা। শনিবার আন- নুর ক্যাডেট মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি রোকনুজ্জামান জনির আর্থিক সহায়তায় এই উপহার সামগ্রী বিতরণ করা হয়।  এ সময় উপস্থিত ছিলেন মাদ্রাসার পরিচালক হাফিজুর রহমান, স্থানীয় বিএনপি নেতা আসানুর রহমান, মাদ্রাসা কমিটির সদস্য আরিকুল ইসলামসহ অন্যরা।

উদ্যোগের বিষয়ে সেবা গ্রহিতা কন্যাদহ  গ্রামের কানিপাড়ার সত্তুর্ধ্ব মধু গোলদার  জানান, প্রতি বছর ঈদের আগে আমরা এই সহায়তা পেয়ে থাকি। সমাজের সব বিত্তবানরা যদি রোকনুজ্জামান জনির মতো অস্বচ্ছলদের পাশে এভাবে এগিয়ে আসতো তাহলে সবার ঈদের আনন্দ ভাগাভাগি করে নেয়া সহজ হতো।

বাগডাঙ্গা গ্রামের আব্দুল খালেক মোল্যা (৫৫) বলেন, রোকনুজ্জামান জনি একজন ভালো মনের মানুষ। তিনি সবার খেয়াল রাখেন। আল্লাহ তার ভালো করুক।

উদ্যোগের বিষয়ে রোকনুজ্জামান জনি বলেন, ঈদের দিন  সবাই মিলে একসাথে উদযাপনের  জন্য ক্ষুদ্র এ প্রচেষ্টা। মানুষের মুখের হাসি ধরে রাখার জন্য এ প্রচেষ্টা অব্যাহত থাকবে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...