এক সপ্তাহ ধরে চলছে ইফতারের আয়োজন। নেতা কর্মীদের কাছে আগেই পৌছে গেছে দাওয়াত পত্র। ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীলদের কয়েকটি উপ কমিটি করে দেওয়া হয়েছে খাবারের দায়িত্ব। সবাই ব্যাস্ত ইফতার ও দোয়া মাহফিল সফল করতে। কারো যেন নেতা দম ফেলার সময় নেই। ইফতার মাহফিল উপলক্ষে বাঘারপাড়া ডিগ্রী কলেজ মাঠকে সাজানো হয়েছে ভিন্ন আঙ্গিকে।বিকাল চারটা বাজতেই ডিগ্রী কলেজের মাঠ কানায় কানায় পরিপূর্ন হয় । হাজার হাজার নেতা কর্মী হাত উচিয়ে জেলা নেতাদের সামনে উচ্ছাস প্রকাশ করেন ইঞ্জিঃ টিএস আই্য়ুবের সাথে শেষ দিন থাকার । বলছিলাম বাঘারপাড়া উপজেলা, পৌর বিএনপি ওঅংগ সংগঠনের ইফতার ও দোয়া মাহফিলের কথা।
বাঘারপাড়া বিএনপির এ ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে রাখেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহি কমিটির সদস্য ইঞ্জিঃ টিএস আইয়ুব ,যশোর জেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম।
বাঘারপাড়া উপজেলা বিএনপির সভাপতি তানিয়া রহমান সুমির সভাপত্বিতে বাঘারপাড়া উপজেলা বিএনপির সাধারন সম্পাদক শামছুর রহমান, পৌর বিএনপির সাধারন সম্পাদক আব্দুর রহমান মিন্টু, সাংগঠনিক সম্পাদক একলাচ হোসেন, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দলের সভাপতি বিল্লাল হোসেন, সদস্য সচিব জাকির হোসেন সুহুদ, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক লাভলুর রহমান, কৃষক দলের সভাপতি মশিউল আযম, সাধারন সম্পাদক আব্দুল মানিক, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নাফিস ইকবাল ইছা প্রমুখ।