কেশবপুর উপজেলার বাগডাংগা সার্বজনীন দুর্গা মন্দিরে বুধবার শ্রী শ্রী তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুব্রত সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি মাসুদুজ্জামান মাসুদ, পৌর যুবদলের আহবায়ক গোলাম মোস্তফা, পাঁজিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম,বিএনপি নেতা শাহাবুদ্দীন বাবলু, উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক বিশ্বজিৎ চৌধুরী, সদস্য সচিব উৎপল দে, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শিক্ষক মোহন দেবনাথ ও প্রধান শিক্ষক সু-প্রভাত বসু, যুগ্ম আহ্বায়ক স্যামুয়েল দাস, সজ্ঞীব তরফদার, কেশবপুর সদর ইউনিয়ন কমিটির আহ্বায়ক শিক্ষক চিত্তরঞ্জন দেবনাথ, পাঁজিয়া ইউনিয়ন কমিটির আহ্বায়ক গৌতম রায়, ১০ ইউনিয়ন পূজা ফ্রন্টের আহ্বায়ক তাপস দাস, ২নং ইউনিয়ন কমিটির আহ্বায়ক শিক্ষক দীপংকর দত্ত, মঙ্গলকোট ইউনিয়ন কমিটির আহ্বায়ক গোপাল মন্ডল সহ নেতৃবৃন্দ।
একইদিন সুফলাকাটি ইউনিয়নের কালিচরণপুরে ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও পূজা উদযাপন ফ্রন্টের ইউনিয়ন আহবায়ক সুকদেব মন্ডলের মায়ের মৃত্যুতে শোক সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে তাদের বাড়িতে যান বিএনপির কেন্দ্রীয় সহধর্ম বিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু।এ ছাড়া সন্ধ্যায় পাঁজিয়া ইউনিয়নে নতুন হাট বাজারে অমলেন্দু দাস অপু বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।