পবিত্র ঈদুল ফিতরে ঢাকা হতে আগত ও ঢাকাগামী যাত্রীদের নিকট হতে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করায় কেশবপুরে তিনটি পরিবহন প্রতিনিধিদের ছয়হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জনস্বার্থে অভিযান পরিচালনা করেন কেশবপুর উপজলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেকসোনা খাতুন।
অভিযানকালে নির্ধারিত ভাড়ার অতিরিক্ত ভাড়া আদায় করায় মামুন পরিবহনের দায়িত্ব প্রাপ্ত আব্দুস সালামকে দুই হাজার, সৌদিয়া পরিবহনের মোস্তাফিজুর রহমানকে দুই হাজার টাকা ও এইচআর পরিবহনের শামীম খানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।