• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০১:১৪ অপরাহ্ন

হারিয়ে গেছে মানসিক ভারসাম্যহীন ছেলে, দিশেহারা মা-বাবা

মাহমুদ সাব্বির / ৪৪১ বার দেখা হয়েছে
সর্বশেষ : মঙ্গলবার, ১৫ এপ্রিল, ২০২৫

পাঁচদিন হয়ে গেল—ফিরে আসেনি ফারুক। প্রতিটি মুহূর্তে দরজার দিকে তাকিয়ে আছেন বাবা-মা, যদি কখনো দেখা মেলে প্রিয় ছেলেটার। কান্নাভেজা চোখে তারা বলছেন “আমরা শুধু ওকে ফেরত চাই”।

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার কোনাবাড়ি গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ ও মনিজা বেগম। তাদের একমাত্র ছেলে ফারুক আহম্মেদ (১৫) জন্ম থেকেই মানসিকভাবে অসুস্থ। শান্ত স্বভাবের এই কিশোরটি এলাকার ইসহাক দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে পড়ত, সময় কাটাত বাড়ির আঙিনায় বা পাশের মাঠে। কখনো একা দূরে যেত না। কিন্তু গত শুক্রবার বিকেল বেলা হঠাৎ করেই বাড়ি থেকে বেরিয়ে আর ফিরে আসেনি ফারুক। এরপর থেকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছেন তার মা-বাবা।

চোখের পানি মুছতে মুছতে আব্দুর রশিদ বলেন, আমার ছেলে কোনো ক্ষতি করতে পারে না, সে শুধু খেলে আর হাসে। এখন কে জানে কোথায় আছে, খেয়েছে কি না… কোনো কষ্টে আছে কি না—এই চিন্তায় ঘুম হয় না। হারিয়ে যাওয়ার সময় ফারুকের পরনে ছিল প্যান্ট ও গেঞ্জি। তার উচ্চতা প্রায় ৫ ফুট ৫ ইঞ্চি, গায়ের রং কালো, স্বাস্থ্য গড়ন মাঝারি, মাথার চুল লম্বা ও কালো। পুত্রের খোঁজে সোমবার আব্দুর রশিদ কামারখন্দ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও দিয়েছেন খোঁজখবরের পোস্ট। কিন্তু এখনও কোনো খবর নেই।

পরিবারের আকুতি যদি কেউ আমাদের ছেলেকে দেখে থাকেন বা কোনো তথ্য জানেন, দয়া করে ০১৯১৪৭২৯৮৪৮ নাম্বারে আমাদের জানান। আমরা শুধু আমাদের ছেলেটাকে ফেরত চাই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...