• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:১২ পূর্বাহ্ন

অধ্যক্ষের সাথে যশোর এমএম কলেজ ছাত্র নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময়

জয়দ্যুতি সংবাদ / ৩১৪ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ৫ মে, ২০২৫

যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজের অধ্যক্ষ প্রফেসর মফিজুর রহমানের সঙ্গে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এমএম কলেজ শাখার  নবগঠিত কমিটির নেতা-কর্মীরা। সোমবার  সকালে অধ্যক্ষের কার্যালয়ে জেলার কমিটির মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ্ ও যুগ্ম আহ্বায়ক আব্দুল হাকিমের  নেতৃত্বে এ শুভেচ্ছা বিনিময় হয় ।

শুভেচ্ছা বিনিময়কালে এমএম কলেজ শাখা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আহ্বায়ক নাজমুল হাসান,  সদস্য সচিব   মাহফুজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রিফাত আহম্মেদ বাবু, যুগ্ম আহ্বায়ক রাইকা জান্নাত পুতুল, রাহিতুল আমিন রোহিত, আবির রায়হান, রমজান আলী ও শাহরিয়ার কবির শিহাব,  সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোঃ নূরনবী, কাজী আবু নাঈম, চিশতী, হাসিব হোসেন, এ এইচ অনিক, মুখ্য সংগঠক মোজাহিদুল ইসলাম রিমন, সংগঠক  আব্দুর আল শিহাব, প্রিতম কুমার দাস,কামাল হোসেন সজিব, নাহিদ হাসান ও  আবু বক্কর সিদ্দিকী  প্রমুখ উপস্থিত ছিলেন ।

গত ২৮ এপ্রিল  রাতে সংগঠনটির জেলা কমিটির আহ্বায়ক রাশেদ খান , সদস্য সচিব ( ভারপ্রাপ্ত) জান্নাতুল ফুয়ারা অন্তরা,  মুখ্য সংগঠক  আল মামুন লিখন ও মুখপাত্র ফাহিম আল ফাত্তাহ্’ র স্বাক্ষরিত এক পত্রে আগামী তিন মাসের জন্য কমিটি অনুমোদন দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...