• রবিবার, ২৪ অগাস্ট ২০২৫, ০৯:০৩ পূর্বাহ্ন

দুর্নীতি কখনো এককভাবে নয়, হয় সমঝোতার মাধ্যমে – যশোর ডিসি

বাঘারপাড়া ( যশোর) প্রতিনিধি / ৩২৯ বার দেখা হয়েছে
সর্বশেষ : শনিবার, ২৪ মে, ২০২৫

যশোর জেলা প্রশাসক মোঃ আজহারুল ইসলাম বলেছেন, আগে দেশে কোন উন্নয়ন হয়নি। অথচ উন্নয়নের বয়ানে সয়লাব করা হয়েছে। দেশের থেকে নাকি টাকা পাচার হয়নি। এটাও শুনতে হয়। তখনকার সিস্টেমটা নির্যাতনমূলক ছিলো বলেই আন্দোলন হয়েছে। যার কারনে পরিবর্তন হয়েছে। দুর্নীতি কখনো এককভাবে নয় সমঝোতার মাধ্যমে হয়। আমাদের প্রতিবাদ করতে হবে। তবেই দূর্নীতি শেষ হবে। অপরাধীকে উপযুক্ত বিচারের আওতায় আনতে হবে। কোন মুখ চেনার কিছু নাই। আমাদের নৈতিকতা কম। তা বাড়াতে হবে। কোন কিছুতে নৈতিকতা না থাকলে সম্মান মিলেনা। মাদকসেবী বিক্রেতা ও কারবারিরা  সাপোর্ট না পেলে এই দুঃসাহসিক কাজ করতে পারেনা।

বর্তমান সরকারের প্রসঙ্গ টেনে বলেন, বিগত আট মাসে অন্তবর্তীকালীন সরকারের পক্ষ থেকে আমাদের কোন চাপ দেওয়া হয়নি। তাহলে কাজ করতে সমস্যা কোথায়। পরপর পাঁচটি বাজেটের সঠিক কাজ করলে আপনারা যে বাংলাদেশ চেয়েছেন তেমনটা সম্ভব। আমরা যশোরের উন্নয়নে একসাথে কাজ করতে চাই। এজন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। গতকাল বৃহস্পতিবার বাঘারপাড়া উপজেলা প্রশাসন আয়োজিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী, গন্যমান্য ব্যক্তিবর্গও স্থানীয় নেতৃবৃন্দের সাথে মত বিনিময় সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঘারপাড়া উপজেলা নির্বাহি অফিসার শোভন সরকার। উপস্থিত ছিলেন যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারি কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আসিফ উদ্দীন,বাঘারপাড়া থানার ওসি ফকির তাইজুর ইসলাম, বাঘারপাড়া উপজেলা প্রকৌশলী আবু সুফিয়ান,  উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা অরূপ জ্যোতি ঘোষ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইশতিয়াক আহম্মেদ, বন্দবিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সবদুল হোসেন খান, জহুরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান মিন্টু। রাজনৈতিক ব্যাক্তিদের মধ্যে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান আবু তাহের সিদ্দিকী, সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়ুর রহমান, বাঘারপাড়া পৌর বিএনপির সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল হাই মনা, সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুর রহমান, বাঘারপাড়া উপজেলা জামাতে ইসলামির আমীর মাঃ রফিকুল ইসলাম, বাঘারপাড়া পৌর আমীর মাঃ আমানউল্লাহ , জাতীয় নাগরিক কমিটির সদস্য মাসুম বিল্লাহ, বৈষম্য বিরোধী ছাত্রনেতা হান্নান হোসেন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল আলম। পরে অনুষ্ঠান শেষে বাঘারপাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তির চেক প্রদান করেন।

 

 

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...