যশোরের বাঘারপাড়ায় ভূমি মেলা উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে উপজেলা ভূমি অফিস থেকে এ র্যালী বের হয়ে উপজেলা পরিষদ চত্বরে শেষ হয়। পরে এ দিবস উপলক্ষে উপজেলা সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) ইউসুফ মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার শোভন সরকার। এ সময় উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান মিন্টু, পৌর জামায়াতে ইসলামির আমীর মাঃ আমানউল্লাহ, বাঘারপাড়া পৌরসভার সহকারী প্রকৌশলী সোহান হোসেন, নারিকেলবাড়িয়া ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাইফুল ইসলাম, নামপত্তন সহকারি জসীম উদ্দিন, প্রধান সহকারি মিরাজ হোসেন, সায়রাত সহকারি উজ্জল বিশ্বাস, নাজির উত্তম অধিকারী, হিসাব রক্ষক জুলফিক্কার আলী, সহকারি কর নির্ধারক আলমগীর হোসেন, কনজারভেন্সি পরিদর্শক সৌরভ দত্ত প্রমুখ। ভূমি মেলা উপলক্ষে আগামীকাল গণ শুনানী ও মঙ্গলবার স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে ভূমি বিষয়ে কুইজ প্রতিযোগীতা আয়োজন করা হয়েছে।